চা তো আমরা কমবেশি সবাই তো পান করেছি। সে সকাল ঘুম থেকে উঠে হোক অথবা সন্ধ্যা।ইন্ডিয়া তথা কলকাতায় চায়ের বাড়বাড়ন্ততো সবাই জানেন। এখানে চা ছাড়া কেউ কিছু ভাবতেই পারেনা, সে অবশ্যই ব্রেক টাইমে হোক। অথবা অফিস ছুটির পরে এক কাটিং চা শীতের আবহাওয়াতে মেজাজটা গরম করে দেয়। শরীরের ক্লান্তি নিমেষে দূর করে দেয়। তবে আপনি কি ২৪,০০০ টাকার চা খেয়েছেন? খাননি তো তাহলে আজ বলবো সেই চায়ের কথা।
পার্পল টি। এই পার্পল টি পাওয়া যায় ভারতেই । ১ কেজির দাম প্রায় প্রায় ২৪ হাজার টাকা। অনলাইনে ও কিনতে পারেন এই চা। জানেন কি এই পৃথিবীতে ১৫০০ রকমের চা আছে। আর ভারতের বেশ কয়েকটি জায়গায় এই চা কিন্তু বিখ্যাত। যেমন দার্জিলিং, অসম, মুন্নারে এই চা বিপুল পরিমাণে উৎপন্ন হয়। বেগুনি চা কানাডা থেকে আসে বলে জানা গিয়েছে। কিন্তু ২০১৫ সালে 'টি রিসার্চ ইনস্টিটিউট'গবেষণা করে দেখেন, অসমেই পাওয়া যায় এই চা।১০,০০ চা পাতা দিয়ে তৈরি এক কেজি চা।
মনোজ কুমার ও পাংকাই ওয়াংটান নামে দুই চা গবেষক পরবর্তীকালে জানান। অরুণাচল প্রদেশের সিয়াং জেলাতেও এই চা পাওয়া যায়।
আরও পড়ুন: মেট্রোর ভিতর গণচুমু ,দেখুন Video
এই চায়ের রং অনবদ্য। যেমন ফুলের গাঢ় রঙের সঙ্গে মিলে যায়। রঙেই মোজে যান অনেকে। তবে রয়েছে স্বাস্থ্যগুণ।রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। 'দুগার কসমেটিক প্রোডাক্ট'নামে এক সংস্থার কাছে ২৪,৫০১ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়। ওই সংস্থা থেকে দু জায়গায় পাঠানো হয় সেই চা। কিছুটা যায় আমেদাবাদের 'টি বুটকে' আর বাকিটা পাঠানো হয় 'ভাইব্র্যান্ট গুজরাতে'। আর সেখানেই অতিথিদের এইটা পরিবেশন করান হয়েছিল।
আপনার মতামত কমেন্ট বক্সে জানান।
একটি মন্তব্য পোস্ট করুন